Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিউমার্কেটের ওপরে দ্বিতীয় তলা নির্মাণের সিদ্ধান্ত অবৈধ’


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর নিউমাকের্টের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে দ্বিতীয় তলা নির্মাণের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেটে একতলা ভবনের ওপর টিনের ছাউনি দিয়ে দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন।

এর আগে, নিউমার্কেটের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে গত বছরের জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন। পরে ঢাকার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ন সম্পাদক সোহেল ব্যাপারী দ্বিতীয় তলা নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন।

সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ (বৃহস্পতিবার) রাজধানীর নিউ মার্কেটে একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলেন আদালত।

সারাবাংলা/এজেডকে/টিআর

নিউমার্কেট নিউমার্কেটের দ্বিতীয় তলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর