Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ১৭ ও ২১ ফেব্রুয়ারি বন্ধ মার্কিন দূতাবাস


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৭

।। সারাবাংলা ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট’স ডে উপলক্ষে আগামী রোববার (১৭ ফেব্রুয়ারি) এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত এই দুই তারিখে, আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।

তবে আমেরিকান নাগরিকদের জন্য চালু থাকবে জরুরি সেবা সহায়তা। যেকোনো জরুরি প্রয়োজনে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার কাছে সাহায্য চাওয়া যাবে।

সারাবাংলা/এনএইচ

মার্কিন দূতাবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর