Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দীতে আগুন, ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে রোগী স্থানান্তর


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগায় সেখানের রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে ১০০ জনকে।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে প্রস্তুতি নিতে শুরু করি। ১০০ জন রোগীর এন্ট্রি করা সম্ভব হয়েছে। তাদের সবাইকে সার্জারি, মেডিসিন ও গাইনি বিভাগে ভর্তি  করা হয়েছে।   এছাড়া আইসিইউতে নেওয়া হয়েছে ছয়জনকে।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

ঢামেকের সামনের রাস্তা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও নিচ তলায়। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/এএসআর/জেএ/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর