Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ১২৭৯টি পর্ন সাইট বন্ধ


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকারের নির্দেশে আরও এক হাজার ২৭৯টি পর্ন সাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশে এসব ওয়েবসাইট বন্ধ করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

জানতে চাইলে ইমদাদুল হক বলেন, বিটিআরসির এই দফায় মোট এক হাজার ২৭৯টি পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে আমরা সাইটগুলো বন্ধ করে দিয়েছি। সরকারের এই সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবে নিয়ে স্বাগত জানিয়েছেন বলে জানান তিনি। বলেন, এসব সাইট বন্ধের ফলে ইন্টারনেট দুনিয়ায় শিশুদের নিরাপদ রাখা সম্ভব হবে।

সকালে বিটিআরসি দেশের সব ক’টি আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এসব সাইট বন্ধের নির্দেশ দেয়। তারও আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্ন সাইট (ডোমেইন ও লিংক) আইআইজির সহায়তায় বন্ধ করার নির্দেশ দিয়েছিল।

আইএসপিএবির একটি সূত্র জানিয়েছে, আগেও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও এবার পর্ন সাইট বন্ধের কার্যক্রম জোরেশোরেই চলছে। একই সঙ্গে অগ্রগতির বিষয়টি তদরকি করা হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এসএমএন

আইএসপিএবি পর্ন সাইট বন্ধ বিটিআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর