Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসে যৌনকর্মীকে গলা কেটে হত্যা


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: ভালোবাসা দিবসে রাজবাড়ীর যৌনপল্লীতে শাহনাজ পারভীন শশী (২৫) নামে এক যৌনকর্মীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত রনি মোল্লা নামে এক যুবককে ধারালো চাকুসহ আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শশী রাজবাড়ী যৌনপল্লীর কনকের বাড়িতে ভাড়া থাকতেন। আটক রনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, রনি মোল্লা খদ্দের সেজে শশীর ঘরে ঢুকে তাকে হত্যা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রক্তমাখা ধারালো চাকুসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। আটক রনিকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ওই যৌনপল্লীতে নাসরিন আক্তার নীলা (২৫) নামে এক যৌনকর্মীকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ ওই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের পর তারা এ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

সারাবাংলা/এমএইচ

যৌনকর্মী রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর