Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আইসক্রিম ফ্যাক্টরি ও বসতবা‌ড়িতে আগুন


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বান্দরবান: বান্দরবান বাজা‌রের বোট ঘাটা এলাকায় আগুন লেগে এক‌টি আইসক্রিম ফ্যাক্টরি ও পাঁচটি বসতবা‌ড়ি পু‌ড়ে গে‌ছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘ‌টে। বিদ্যুতের লাইন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের মিটার থেকে আগুন লাগে। আগুনে এক‌টি আইসক্রিম ফ্যাক্টরি, স্থানীয় মোজাফফর সওদাগ‌রের বা‌ড়ি ও তার চারজন ভাড়া‌টিয়া খ‌তিজা বেগম, মুন্নি, রাজু ও আবদুল হা‌ফেজের ঘর পুড়ে গেছে। ঘটনার খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস, পু‌লিশ ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

আগুনে পুড়ে গেছে ঘরবান্দরবান ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মো. ফরহাদ হো‌সেন ব‌লেন, ‘প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হচ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে আমরা ধারণা করছি।’

সারাবাংলা/এমএইচ

আগুন বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর