Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি মামলাবাজ-হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে: মোহাম্মদ নাসিম


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি এখন আর কোনো রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি এখন একটি মামলাবাজ ও হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে। ’ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর বঙ্গবন্ধু একাডেমি  আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি রাজনীতির মাঠে এখন আর কোনো তল খুঁজে পাচ্ছে না। তাই হতাশ ও মরিয়া হয়ে উঠেছে। একটি হতাশাগ্রস্ত রাজনৈতিক দল হিসেবে দলটি এখন একাদশ নির্বাচন নিয়ে নির্বাচন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে। কিন্তু রাজনীতি হচ্ছে মাঠের বিষয়, আন্দোলনের বিষয়।  জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থ হয়ে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে দলটি।’

বিএনপিকে মিথ্যাবাদী উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরও বলেন, ’৯৬ সালে ভোটারবিহীন একটি নির্বাচন করেছিল বিএনপি। খালি মাঠে বিজয়ী হয়ে তারা সংসদ গঠন করলেও আমাদের আন্দোলনের মুখে পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয়েছিল।  আমরা সবসময়ই গণতন্ত্রের পক্ষের রাজনীতি করেছি, আন্দোলন করেছি।  কিন্তু কোনো মিথ্যাচার করিনি।’

বিএনপি-জামায়াতকে স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, ‘শঙ্কার বিষয় হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এ দেশে এখনও নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারেনি।  বিএনপি-জামায়াতের অপশক্তিরা ঘাপটি মেরে আছে, যেকোনো সময় এরা সক্রিয় হয়ে সন্ত্রাসী তাণ্ডব চালাতে পারে।  তাদের প্রতিহত করতে ১৪ দল একতাবদ্ধ হয়ে কাজ করবে।’

বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি মেজর (অব.) শাহেদ সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মেজর আশিষ জামান লেলিন, মোস্তফা ভুঁইয়া, কাশেম খানসহ অনেকেই।

সারাবাংলা/ওএম/এমএনএইচ

বিএনপি মামলাবাজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর