Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছরে ভারত দিয়েছে ১১১ কোটি টাকা : হাইকমিশনার


৩ ডিসেম্বর ২০১৭ ১০:৪৪

সারাবাংলা প্রতিবেদক

গত ৫ বছরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে ভারত সরকার ১১১ কোটি টাকা ব্যয় করেছে। মোট ২৪টি প্রকল্প বাস্তবায়নে দেশটির পক্ষ থেকে এ অর্থায়ন করা হয়েছে।

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১১ টি পানি শোধনাগার উদ্বোধনকালে এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, ১১টি পানি শোধনাগারের মাধ্যমে ভাণ্ডারিয়া ও এর নিকটবর্তী পৌরসভার ১ দশমিক ৫ লাখ মানুষ বিশুদ্ধ পানির সরবরাহ পাবে। এ কাজের জন্য ভারত সরকার ভাণ্ডারিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ১১ দশমিক ৫০ কোটি টাকা নগদ অনুদান দিচ্ছে।

তিনি আর বলেন, ৬০০ ফুট গভীরতাসম্পন্ন ১১টি গভীর নলকূপের মাধ্যমে প্রতিটিতে ৪০০০০ লিটার পানি সংরক্ষণ করা হবে। এই পানি পানযোগ্য করতে প্রতিটি শোধনাগার থেকে ভারি ধাতু, আর্সেনিক ও লবণাক্ততা অপসারণ করা হবে। এ প্রকল্পের বাকি কাজ ৯ মাসের মধ্যে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখ, জেলা পুলিশ সুপার সালাম কবির এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

সারাবাংলা/একে/ডিসেম্বর ০৩, ২০১৭

 

 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর