Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখেরি মোনাজাত ঘিরে বাড়তি নিরাপত্তা


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে তাবলিগের দুই পক্ষের মধ্যেকার দ্বন্দ্ব যেন এতে কোনো প্রভাব রাখতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

র‌্যাব-১-এর সিও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম সারাবাংলাকে বলেন, র‌্যাবের পক্ষ থেকে আখেরি মোনাজাতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নেমেছে। চারদিক থেকে যে যেভাবে পারছেন, তুরাগ তীরের দিকে ছুটছেন। এত মানুষের চাপে নিরাপত্তায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য কাজ করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত সকাল ১০টায়

প্রথম পর্বের ইজতেমা পরিচালিত হচ্ছে মাওলানা যোবায়েরের অনুসারীদের নিয়ে। এই পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা যোবায়ের। আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মোনাজত শুরুর কথা রয়েছে। এখন চলছে মূল বয়ান। মোনাজাত শেষে তারা ময়দান খালি করবেন। এরপর আগমীকাল (রোববার) সকাল থেকে মাওলানা সাদপন্থীদের ইজতেমা শুরু হবে।

এদিকে, টঙ্গির তুরাগ তীরসহ আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

তিনি সারাবাংলাকে বলেন, পোশাকধারী পুলিশ অস্ত্র হাতে দাঁড়িয়ে ডিউটি করছে। সাদা পোশাকের কয়েক হাজার পুলিশ মুসল্লিদের সঙ্গে মিশে গেছেন, যেন কেউ সুযোগ নিয়ে অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে।

বেলালুর রহমান আরও বলেন, টঙ্গীর আশপাশের সড়কগুলো দিয়ে শুক্রবার রাত ১২টার পর থেকে যানচলাচল বন্ধ আছে। বিকল্প রাস্তা দিয়ে চলাচল করছেন সবাই। এরপরও মানুষ দলে দলে ছুটছেন তুরাগের দিকে। ওয়াচ টাওয়ার দিয়ে সবকিছুই পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান কমিশনার।

সারাবাংলা/ইউজে/টিআর

আখেরি মোনাজাত বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর