Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম চায় ‘ইনসাব’


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অবিলম্বে নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত কর্মস্থল দেওয়ার দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এই দাবি জানান।

ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ পর্যালোচনা করে বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে নির্মাণ শিল্পের সঙ্গে প্রায় ৪০ লাখ নির্মাণ শ্রমিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত। এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও লাখ লাখ নির্মাণ শ্রমিক কাজ করে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে। শ্রমিকদের এসব কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সেক্টরে কাজ করতে এসে অনেককেই নিহত কিংবা আহত হয়ে সারাজীবনের জন্য পঙ্গু হয়। এছাড়া আমাদের দেশের শ্রমিকদের কাজের পরিবেশ কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়।’

তিনি আরও বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিকদের চিকিৎসার জন্য খুবই অল্প পরিমাণ আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। ইনসাব থেকে নির্মাণ শ্রমিকদের সাহায্যের যে আবেদনপত্র পাঠানো হয়, এর মধ্যে ৫০ শতাংশ থাকে ক্যান্সরাক্রান্ত শ্রমিক। অল্প পরিমাণ টাকায় তারা কোনো সুচিকিৎসা পায় না, অল্প বয়সে কর্মহীন হয়ে বা মৃত্যুবরণ করার ফলে এদের পরিবার পরিজনের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পরে। তাই সরকারি, বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে স্থাপনাগুলো গড়ে তোলা হচ্ছে সেখান থেকে সামান্য অর্থ সরকারি উদ্যোগে সংগ্রহ এবং অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় এনে শ্রম ও মন্ত্রণালয় কর্তৃক নির্মাণ শ্রমিকদের পেনশন স্কিম চালু করা হোক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ওএম/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর