Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাগজ কারখানায় বিস্ফোরণে কিশোর শ্রমিক নিহত, ধামাচাপার চেষ্টা


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩১

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি কাগজ প্রস্তুতকারক কারখানায় চুল্লি বিস্ফোরণে মো. আরমান (১৭) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কারখানা কর্তৃপক্ষ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সাড়ে ৭ ঘণ্টা পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম কারখানা পরিদর্শন করে এবং এক শ্রমিকের মৃত্যুর তথ্যের সত্যতা পায়। এর আগে গতকাল (শুক্রবার) রাত সাড়ে ৩টার দিকে নগরীর কালুরঘাট শিল্প এলাকায় এশিয়া প্যাসিফিক পেপার মিলের চুল্লিতে বিস্ফোরণ হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে জানান, কারখানাটিতে গ্যাসের চুল্লি স্থাপনের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থাও ছিল না।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর