Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ছিনতাই‌য়ের অ‌ভি‌যো‌গে ৫ তরুণ‌ গ্রেফতার


১৮ জানুয়ারি ২০১৮ ২১:৪৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থে‌কে ছিনতাই‌য়ের অ‌ভি‌যো‌গে ৫ তরুণ‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-২। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।‌

গ্রেফতাররা হ‌লেন- মো. রুবেল (১৯), রবিন (১৮), মো. রাকিব (১৮), রনি (১৮) ও শ্রাবণ (১৯)।

র‌্যাব-২ এর সহকারী পু‌লিশ সুপার (এএস‌পি) ফিরোজ কাউছার সারাবাংলা‌কে জানান, গজনবী রোড ও কলেজ গেট এলাকা থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি চাকু, অ্যান্টিকাটার ব্লেড ও নগদ ২ হাজার ২৯২ টাকা উদ্ধার করা হয়। তারা দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে আসা ব্যাক্তি‌দের টা‌র্গেট ক‌রে। প‌রে তা‌দের কাছ‌থে‌কে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সঙ্গে থাকা দামি-দামি মালামাল ছিনতাই করে।

তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে; বিভিন্ন বাস-ট্রাক কাউন্টার ও সড়কে এ গ্রুপের এজেন্ট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ব‌লেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর