Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মিরের রাজৌরিতে আরও এক সেনা কর্মকর্তার মৃত্যু


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের পুলওয়ামার হামলায় রক্তের দাগ এখনো শুকাতে না শুকাতেই ফের জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হলেন আরেক সেনা কর্মকর্তা। তিনি মেজর র‌্যাংকের কর্মকর্তা ছিলেন।

কাশ্মীরে ভারতীয় পুলিশ গাড়ি বহরে হামলায় মৃত ৪০

গত ১৪ ফেব্রুয়ারি ওই রাজ্যেরই পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ৪০ জওয়ান নিহত এবং ৪১ জওয়ান আহত হন। আগের হামলার ৪৮ ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।

তবে এ হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

এ বিষয়ে এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, নওসেরা সেক্টরে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন ওই সেনা অফিসার। তখনই বিস্ফোরণ ঘটে। নওসেরা সেক্টরে ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে ওই বিস্ফোরক রাখা ছিল। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ওই আইইডি রেখেছিল।

ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে ওই এলাকায়।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর