Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রেন


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজবাড়ী: ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রেনের বগির কিছু অংশ। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর বাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রাকের হেলপার জাহিদকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বসন্তপুর বাজার রেল ক্রসিংয়ের গেটম্যান যুবরাজ সারাবাংলাকে বলেন, ‘ফরিদপুর থেকে রাজবাড়ীগামী মেইল ট্রেনটি আসার সিগনাল পেয়ে আমি রেল ক্রসিংয়ের দুটি গেট বন্ধ করে দিই। কিন্তু রেল ক্রসিংয়ের কাছেই বসন্তপুর-সুলতানপুর সড়কে রেললাইন ঘেষে ইট ভাটার একটি ট্রাক পার্কিং করা ছিল। প্রথমে বিষয়টি খেয়াল করিনি। যখন ট্রেন কাছাকাছি চলে আসে তখন আমি বিষয়টি দেখে ট্রেন চালককে বিপদ সংকেত দিই। কিন্তু ততক্ষণে ট্রাকটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়ে প্রথম বগির কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়।’

ওই ট্রেনে দায়িত্বরত রাজবাড়ী রেলওয়ে থানার নায়েক মোহাম্মদ আলী বলেন, ‘ট্রাকটি নিয়মবহির্ভূতভাবে রেললাইন ঘেষে পার্কিং করে রাখা হয়েছিল। সংঘর্ষের পর বিকট শব্দে ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার-চেচামেচি করতে থাকে। ট্রেনের যে অংশ দুমড়ে-মচড়ে গেছে সেখানে টয়লেট রয়েছে। ওই মুহূর্তে টয়লেটে কোনো যাত্রী থাকলে তার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারতো।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ট্রাকটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

আটক ট্রাকের হেলপার জাহিদ বলেন, ‘ট্রাকটি বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির সরদারের ইটের ভাটার। ট্রাকটি ওই স্থানে পার্কিং করে আমাকে ভিতরে বসিয়ে রেখে ড্রাইভার ওষুধ আনতে যায়। এরমধ্যে দুর্ঘটনাটি ঘটে।’

স্থানীয়দের অভিযোগ, বসন্তপুর ইউনিয়নে বেশকিছু সংখ্যক অবৈধ ইটভাটা রয়েছে। এসব ইটভাটার ট্রাক প্রতিনিয়ত এই রেলক্রসিংয়ের ওপর দিয়ে চলাচল করে। তাই প্রতিটি মুহূর্ত এখানে দুর্ঘটনা ঘটার আশংকার মধ্য দিয়ে পার্শ্ববর্তী দুটি স্কুলের শিক্ষার্থীদের ও সাধারণ মানুষদের চলাচল করতে হয়। এছাড়া শিগগিরই অবৈধ ইটভাটা ও ট্রাক চলাচল বন্ধ করার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

সারাবাংলা/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর