Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর ঢাকা: নামবিও


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৮

।। সারাবাংলা ডেস্ক ।।

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যানজটের শহরের খেতাব পেয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯ প্রকাশ করেছে নামবিও। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি যানজটপূর্ণ শহর হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা।

২০১৭ ও ২০১৮ সালে একই সূচকে ঢাকার অবস্থান ছিল যথাক্রমে দ্বিতীয়। এর আগে ২০১৬ সালে ঢাকা ছিল তৃতীয় অবস্থানে।

এদিকে, তালিকায় ঢাকার পর যথাক্রমে রয়েছে কলকাতা, দিল্লি, নাইরোবি, জাকার্তা, কলম্বো, মুম্বাই, ম্যানিলা, শারজাহ ও তেহরান।

নামবিওর সূচকে ২৯৭.৭৬ স্কোর পেয়ে প্রথম স্থানে রয়েছে ঢাকা। কর্মক্ষেত্রে যাওয়ার সময় ট্র্যাফিকে ব্যয় হওয়া সময়, যাত্রী অসন্তুষ্টি, কার্বন ডাই-অক্সাইড নির্গমনসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা এই স্কোর প্রদান করা হয়েছে।

এদিকে, তালিকার একেবারে নিচের দিকে স্থান পাওয়া, অর্থাৎ সবচেয়ে কম যানজটের শহরগুলো হচ্ছে যথাক্রমে- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা (৭১.১১), চেক রিপাবলিকের ব্রনো (৮৩.৮০), ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন (৮৬.৯৯), সুইডেনের গথেনবার্গ (৮৭.৬০) ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট(৮৮.১৩)।

সারাবাংলা/ আরএ

ঢাকা নামবিও যানজটপূর্ণ শহর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর