Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপিকে ঘরে ঢুকিয়ে দিয়েছে সরকার’


১৮ জানুয়ারি ২০১৮ ২২:১৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বিএনপিকে ঘরে ঢুকিয়ে দিয়েছে সরকার। এই অচলায়তন ভাঙতে হবে। আমরা আর অনুমতির জন্য বসে থাকব না। তারা মনে করছে আমাদেরকে ঘরের মধ্যে রেখে দেবে। কিন্তু এটা আর হবে না। বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।’

জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে কোনো জায়গায় সভা-সমাবেশ করার অনুমতি না পেয়ে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে সীমিত পরিসরে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান,  ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ ।

সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শন দিয়েছেন, যে দল গঠন করেছেন, সেই দল আজো এ দেশের মানুষের বুকের মধ্যে। একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন না, এ দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেবে।’

সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা (সরকার) রাজনৈতিক অধিকারকে কেড়ে নিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই অচলায়তন আমাদের ভেঙে ফেলতে হবে। কোনো মতেই গণতন্ত্রবিরোধী শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চায় না। আমরা চাই না, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে একটা অপশক্তি আমাদের বুকের উপর দিনের পর দিন চেপে থাকুক।’

বিজ্ঞাপন

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। অন্যথায় ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তারা অবশ্যই এই ফ্যাসিস্ট, অত্যাচারি, নির্যাতনকারী সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য— যা খালেদা জিয়া চেয়েছেন।

‘আসুন, আমরা সংগঠিত হই। কখনো যেন হতাশ না হই। অমরা অবশ্যই পারব’— বলেন বিএনপির মহাসচিব।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমরা আর অনুমতির জন্য বসে থাকব না। তারা মনে করছে, এই বাঁধ চির দিনের জন্য থাকবে। আমাদেরকে ঘরের মধ্যে রেখে দেবে। জনগণ এই বাঁধ ভাঙবে। বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর