ভেনেজুয়েলা সংকট: কলম্বিয়া পৌঁছেছে মার্কিন ত্রাণসামগ্রী
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভেনেজুয়েলার জন্য মানবিক ত্রাণসামগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমান পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার কুকাটা শহরে পৌঁছেছে। ভেনেজুয়েলার বিরোধী দল পপুলার পার্টি ও ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হুয়ান গুয়াইদোর অনুরোধে এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। খবর বিবিসির।
হুয়ান গুয়াইদো গত মাসে হঠাৎ নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। যদিও তা মেনে নেননি ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিয়েছে।
গুয়াইদো জানিয়েছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি ৬ লাখ স্বেচ্ছাসেবক এসব ত্রাণ সীমান্ত পেরিয়ে নিতে আসবে।
তবে সীমান্তরক্ষী ও সেনাদের পদক্ষেপ কি হবে তা এখনো অস্পষ্ট। কারণ ভেনেজুয়েলার সেনাবাহিনী এখনো মদুরোকে সমর্থন দিচ্ছেন। ভেনেজুয়েলায় ত্রাণসামগ্রী পাঠানো প্রসঙ্গে অভিযোগ করে মাদুরো বলেছেন, এটি ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নমুনা।
দাতব্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা মার্ক গ্রিন বলেন, ভেনেজুয়েলায় শিশুরা না খেয়ে থাকছে, হাসপাতালগুলোতে ওষুধ নেই। গুয়াইদোর অনুরোধ এসব ত্রাণ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনএইচ