Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়নে সহায়তা দেবে সরকার


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়নে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, বিমান পরিবহন সেবার মানোন্নয়ন করা হলে তা বাংলাদেশের পর্যটন উন্নয়নেও ভূমিকা রাখবে। বেসরকারি সংস্থাগুলোর উন্নয়ন হলে বিমান পরিবহন খাতে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হবে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

এ সময় এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বেসরকারি বিমান পরিবহন খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের সহায়তা পেলে এই খাতের ভূমিকা আরও বাড়বে।

মো. মাহবুব আলী জানান, এ সেক্টরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তার দিকনির্দেশনা মোতাবেক উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সহ-সভাপতি ও অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর