ফাগুনের বৃষ্টিতে ভিজেছে শত শত বই
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২১
ঋতুরাজ বসন্তের চারদিনের মাথায় দফায় দফায় বৃষ্টি হানা দিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। রোববার সকাল থেকে এ বৃষ্টি শুরু হয়। কখনো জোরে, কখনো থেমে থেমে বৃষ্টি শুরু হয়, সেই সঙ্গে ছিল বজ্রপাতের শব্দ। বৃষ্টির পর ক্ষতিগ্রস্ত স্টলগুলো নতুন করে মেরামত করতে হয়েছে, নষ্ট হয়েছে অনেক বই। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
ফাগুনের প্রথম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অমরা একুশের মেলার বিভিন্ন স্টল। স্টলের পাশাপাশি ভিজেছে প্রকাশকদের শত শত বই।
বাংলা একাডেমির নজরুল মঞ্চ এলাকার আশপাশে এক হাত পরিমাণ পানি জমেছে। অন্যপাশ থেকে একটু নিচু হওয়ায় এখানকার স্টলগুলোর নিচে প্রবেশ করেছে পানি।
ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহয্যে পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের কোথাও কোথাও পানি জমেছিল।
একাডেমির পুকুর পাড়ে অবস্থিত লেখককুঞ্জের পাশের স্টলগুলোতে পানি ঢোকে বেশি। পরিচ্ছন্নতা কর্মীরা চারপাশে ঝাড়ু দিয়ে বৃষ্টিতে আটকে পড়া ময়লা আবর্জনা ও ঝরাপাতা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহায্যে পানি রাস্তার ড্রেনে ফেলার কাজ শুরু করেন।
সারাবাংলা/এমআই