Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজার ফ্লাইওভার থেকে পড়ে একজনের মৃত্যু


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে পড়ে এক সাইদুর (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সাইদুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, বিকেলে ফ্লাইওভারের ওপর থেকে মগবাজার ন্যাশনাল ব্যাংকের সামনে পড়ে যান ওই ব্যক্তি। পরে খবর পেয়ে তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে আহত অবস্থায় ওই ব্যক্তি নিজেই জানান যে তার নাম সাইদুর, বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।

তবে কিভাবে তিনি নিচে পরে গেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসআর/এসএমএন

মগবাজার মগবাজার ফ্লাইওভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর