Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৩

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি নিয়ে ২৪ ফেব্রুয়ারির গণশুনানিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌঁনে ৫টার দিকে মতিঝিলের গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় বৈঠক। তবে, বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেন নি। আর দেশের বাইরে থাকায় বৈঠকে অংশ নিতে পারেন নি মির্জা ফখরুল।

বৈঠকে অন্যান্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জোটের স্টিয়ারিং কমিটির সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয় কমিটির বেশ কয়েকজন সদস্য।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অডিনেটর লতিফুল বারী হামিম।

সারাবাংলা/এসএইচ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর