Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আবাসন প্রকল্পে প্লটের আবেদনকারী পাওয়া যাচ্ছে না’


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে আবেদনকারী পাওয়া যাচ্ছে না। রোববার (১৭ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

গণপূর্তমন্ত্রী বলেন, ’আমাদের আবাসন প্রকল্পে অন্তত ১০টি প্রকল্প আছে সেখানে প্লটের আবেদনকারী পাওয়া যাচ্ছে না। সব উপজেলায় আবাসনের পরিকল্পনা একসঙ্গে নেওয়ার সুযোগ নেই। একটা আবসের প্রকল্প গ্রহণের পর চিন্তায় রাখতে সেখানকার প্লটগুলো আগ্রহীরা নেবেন কিনা? আমাদের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অন্তত ১০টি আবাসন প্রকল্প আছে, সেখানে প্লট নেওয়ার জন্য আবেদনকারী পাওয়া যাচ্ছে না। অর্ধেকেরও কম আবেদনকারী আছে।’

আমাদের লক্ষ্য আছে সব জেলা উপজেলায় পরিকল্পিত আবাসন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কিন্তু সেটি হতে হবে অবশ্যই ঝামেলাহীন জমিতে। শুধু তাই নয় সেখানে মানুষর চাহিদা আছে কিনা তাও দেখতে হবে। দেখা যাবে চাহিদা নেই আর আমরা প্রকল্প নিলাম, তাহলে প্রকল্পটা পড়ে থাকবে, এরকম সংখ্যাও আছে। কাজেই যেসব এলাকায় প্রকল্প নেওয়া হবে তা জরিপ করে চাহিদা অনুযায়ী করা হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর