Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার নন্দ দুলাল চক্রবর্তী জানান, স্টেশনের দক্ষিণ প্রান্তে রাজশাহীগামী ৩২ ডাউন উত্তরা রকেট মেইল ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫/৩৬ বছর, পরনে ফুলহাতা চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মোকলেছার রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক সুরতহালে নিহত ব্যক্তিটি সনাতন ধর্মী বলে চিহ্নিত করা গেছে। করেছেন। মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় নিশ্চিতের জন্য তিনদিন পর্যন্ত হিমঘরে রাখা হবে বলেও জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

অজ্ঞাত লাশ বিরামপুর রেল স্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর