Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোয়াংছ‌ড়ি‌তে ঝড়-শিলাবৃষ্টিতে বৌদ্ধবিহারসহ বসতবাড়ি ‌লণ্ডভণ্ড


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় বৌদ্ধবিহারসহ ২৭টি বসত বাড়ি ভেঙ্গে গেছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৪টার দিকে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের কানাইজো পাড়ায় এ ঘটনা ঘটে।

শিলাবৃ‌ষ্টি ও দমকা হাওয়ায় একটি বৌদ্ধ বিহার ছাড়াও মংমিচিং মারমা, অংশৈনু মারমা, শৈনুমং মারমা, থোয়াইক্যঅং মারমা, মংক্য মারমা, থোয়াইনু মারমা,থুইচিং মারমা,লাপি প্রু মারমা, রেদাক মারমা, মংবাইঅং মারমা, নাইচিং মারমা, শৈঅং মারমা, মংবাচিং মারমা, থোয়াইসাপ্রু মারমা, পাইংচিং মারমা, মংম্যাউ মারমা, উসাচিং মারমাসহ ২৭জনের বসতবা‌ড়ি ভেঙে গে‌ছে।

বিজ্ঞাপন

নোয়াপতং ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার থোয়াইচিং মারমা জানান, বিকেলের দিকে প্রবল শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বেশ কিছু বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।

সারাবাংলা/এসএমএন

বৌদ্ধবিহার রোয়াংছড়ি শিলাবৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর