Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিকে বাণিজ্যিকীকরণের বিকল্প নেই: সংসদে কৃষিমন্ত্রী


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। কৃষির উন্নয়ন আর কৃষকের স্বার্থে কৃষিকে বাণিজ্যিকীকরণের বিকল্প নেই। রোববার (১৭ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদে ‘ধানের উৎপাদন বৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ ধারাবাহিকতা অব্যাহত রাখা’ প্রসঙ্গে সরকারদলীয় সদস্য সাদেক খানের মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এরইমধ্যে খোরপোষ কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। বিগত ৫ বছরে ধানের উৎপাদন বেড়েছে প্রায় ২৪ লাখ টন, ভুট্টা ১৭ লাখ টন। সমপরিমাণ বেড়েছে আলুর উৎপাদনও। আর আমের উৎপাদন বেড়েছে ৮ লাখ ৬৭ হাজার টন।’ এসময় প্রতিবছর জমি কমে যাওয়া, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া এবং জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জ থাকার পরও বর্তমান কৃষিবান্ধব সরকারের সময়োপযোগি পদক্ষেপে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে বলেও জানান মন্ত্রী।

বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণে কাজ করছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগি সিদ্ধান্তের কারণে কৃষির অগ্রযাত্রা আজ বিশ্বে নন্দিত। তিনি সার ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ইউনিয়নে সার ডিলার ও একজন করে খুচরা সার বিক্রেতা নিয়োগ করা হয়েছে। তিনি সারের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্যের সমপরিমাণ অর্থ উন্নয়ন সহায়তা প্রদানের নীতি গ্রহণ করেন। চার দফায় সারের মূল্য কমনোর ব্যবস্থা করা হয়। ফলে সারের বাজার স্থিতিশীল ও সারের ব্যবহার নিশ্চিত হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর