Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিজিৎ হত্যায় মেজর জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: লেখক অভিজিত রায় হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের চাকরিচ্যুত মেজর (অব.) জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ছয় জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত করে অনুমোদনের জন্য আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চার্জশিট আদালতে পাঠানো হবে। অভিজিৎ হত্যার পর মামলাটি ৩০২ ধারায় হলেও তদন্তে জঙ্গি গোষ্টীর সম্পৃক্ততা পাওয়ায় তা সন্ত্রসবিরোধী মামলা হয়।

হত্যাকাণ্ডে কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্তে ১১ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এর বাইরে অভিজিৎ হত্যায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া প্ররোচনাকারী হিসেবে শফিউর রহমান ফারাবীকে অভিযুক্ত করা হয়েছে।

কাউন্টার টেরোজিম ইউনিট গ্রেফতার করেছে মোজাম্মেল হোসেন সায়মন, সোহেল রানা ও আরাফাতকে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তাদের জবানবন্দি থেকে জানা গেছে মেজর জিয়ার নেতৃত্বে ১১ জন কিলিং মিশনে অংশ নেয়। কিলিং মিশন সফলে মূলভূমিকা রাখে মুকুল রানা, যে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বাকি ছয় জনের নাম ঠিকানা পাওয়া না যাওয়ায় চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় বিভিন্ন সময় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ৮ জনের মধ্যে ফারাবি বাদে বাকি সাত জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমআই

আরও পড়ুন:

অভিজিৎ হত্যায় আরও এক জঙ্গি গ্রেফতার

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় প্রতিবেদন ৫ নভেম্বর

অভিজিৎ হত্যার সময় ঘটনাস্থলে ছিলেন ‘মেজর জিয়া’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর