প্রাণিসম্পদের সাবেক পিডির গাড়ি জব্দ দুদকের
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৯
।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: এবার প্রাণিসম্পদ অধিদফতরের অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলমের কাছ থাকা গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দুদকের অফিসে প্রাণিসম্পদ অধিদফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গাড়িটি পাঠিয়ে দেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, কমিশনের হটলাইন নম্বর ১০৬ এ অভিযোগ আসে, অবসরে যাওয়ার পরও ৮ মাস ধরে অধিদফতরের পিডি ড. মাহবুবুল আলম অবৈধভাবে ব্যবহার করছেন সরকারি গাড়ি। পরে বিষয়টি অনুসন্ধানে এর সত্যতা মেলে। এরপর সোমবার সকালে দুদক কার্যালয়ে গাড়ির চালককে দিয়ে ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের গাড়িটি পাঠিয়ে দেন তিনি।
ক্ষমতার অপব্যবহার করা বিভিন্ন সরকারি সম্পদ উদ্ধারে অভিযান চালাচ্ছে দুদক। দুদকের হটলাইন ১০৬ এ অভিযোগ আসার পর দুদকের অভিযানের আগেই মাহবুবুল আলম স্বেচ্ছায় গাড়িটি ফেরত দেন। প্রাণিসম্পদ অধিদফতরের গাড়িটি বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
সারাবাংলা/এসজে/জেএএম