Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি শেখ হাসিনা


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫২

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: শেখ হাসিনাকে সভাপতি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞপনে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম

১০২ জন সদস্য নিয়ে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে।

কমিটিতে উল্লেখযোগ্য অন্য সদস্যদের মধ্যে রয়েছেন —বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম ও ওবায়দুল কাদের।

আরও আছেন বিভিন্ন আসনের সংসদ সদস্য (এর মধ্যে জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও আছেন), প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টা, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর তিন প্রধান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাবেক দুই গভর্নর, এফবিসিআই সভাপতি, লেখক, শিল্পী, সাহিত্যিকসহ অনেকেই।

কমিটি ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে প্রয়োজনীয় নীতি, পরিকল্পনা ও কর্মসূচি অনুমোদন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবে। জন্মশতবার্ষিকী উদযাপনসহ প্রস্তুতিমূলক কাজসহ বাস্তবায়ন কমিটি কর্তৃক গৃহীত কার্যক্রমের তত্ত্বাবধান, সমন্বয়, পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা করবে। বাস্তবায়ন কমিটির প্রস্তাবিত বাজেট অনুমোদন ও আনুষাঙ্গিক বিষয়ও এই কমিটি বিবেচনা করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটিকে সাচিবিক সহায়তা দিতে পারবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সারাবাংলা/এইচএ/জেএএম

বঙ্গবন্ধু শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর