নিষ্ক্রিয় করা হলো চিংড়ি ঘেরের নিচে পাওয়া ৩২ গ্রেনেড
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার একটি চিংড়ি ঘেরের মাটির নিচ থেকে উদ্ধার করা পরিত্যক্ত ৩২টি হ্যান্ড গ্রেনেড নিস্ক্রিয় করেছে সেনা বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৪৮ মিনিট পর্যন্ত মোট ৩২টি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় গ্রেনেডের বিকট আওয়াজে স্থানীয় লস্কর, সোলাদানা, গড়ইখালী, পৌরসভা ও গদাইপুরসহ গোটা এলাকা প্রকম্পিত হয়।
যশোর সেনানিবাসের জিওসি ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আশফাকের নেতৃত্বে বোমা বিশেষজ্ঞ টিম গ্রেনেডগুলো নিস্ত্রিয় করে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) পাইকগাছা থানার উপপরিদর্শক লিটন বিশ্বাস বলেন, রোববার রাতে পাইকগাছার চিংড়ি ঘেরে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট। তারা ওই এলাকা পর্যবেক্ষণ করেন এবং সেখানে পাওয়া ৩২টি হ্যান্ড গ্রেনেড পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তা ধ্বংস করেন। এ সময় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ও পরিদর্শক (তদন্ত) রহমত আলী উপস্থিত ছিলেন।
বোমা বিশেষজ্ঞ মেজর আশফাক বলেন, ৩২টি গ্রেনেডেই বেশ পুরনো ও মরিচা পড়া ছিল। কিন্তু কার্যকর ছিল। বেশ শক্তিশালীও। এগুলো সবই বিদেশি। গ্রেনেডের সব ন্যাচারগুলো বিদ্যমান ছিল। ৬ সদস্যের বিশেষজ্ঞ দল নিরাপদ প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেনেডগুলো নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
তবে গ্রেনেডগুলো কীভাবে ওই এলাকায় এসেছে সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।
সারাবাংলা/এসএমএন