Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের স্থায়ী আবাস নির্মাণে ‘আইওএম’র প্রস্তাব প্রত্যাখ্যান


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রোহিঙ্গাদের জন্য স্থায়ী কাঠামোর শক্ত ঘর নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের কাছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এই প্রস্তাব করেছিলো।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপকালে আইওএম’র পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য স্থায়ী কাঠামোর শক্ত ঘর নির্মাণের তাগিদ দেওয়া হয়েছিলো। প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গেই তাদের প্রস্তাব নাকচ করে দেন।

এসময় ১০০ রোহিঙ্গা পরিবারকে বোতলজাত গ্যাস সরবরাহের আশ্বাস দেয় আইওএম। প্রতিমন্ত্রী তাদের এই উদ্যোগকে স্বাগত জানান।

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর