অস্ট্রেলিয়ায় খরায় ক্ষতিগ্রস্ত শিশুদের শৈশব: ইউনিসেফ
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩
।। আন্তর্জাতিক ডেস্ক।।
দীর্ঘদিন তীব্র পানি সংকট ও খরায় আক্রান্ত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল। সেখানে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এরইমধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর প্রকাশিত প্রতিবেদনে জানা গেল নতুন তথ্য। সংস্থাটি জানায়, প্রাকৃতিক এই দুর্যোগ অর্থাৎ খরা প্রভাব ফেলছে শিশুদের বেড়ে উঠায়। সেখানের ছেলেমেয়েরা বড় হচ্ছে মানসিক পীড়ন নিয়ে। খবর বিবিসির।
ইউনিসেফ জানায়, খরার ফলে কাজের চাপ বেড়েছে। এর ভুক্তভোগী হতে হচ্ছে শিশুদের। স্কুল ও কাজের বাইরে তারা, বিনোদন বা খেলার সময়টুকু পাচ্ছে না।
প্রতিবেদনটি তৈরি করতে খরা আক্রান্ত নিউ সাউথ ওয়েলস রাজ্যের ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। শিশুরা জানায়, বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে তারা পর্যাপ্ত সময় কাটাতে পারছেন না।
ইউনিসেফ অস্ট্রেলিয়ার অলিভার হোয়াইট বলেন, এই শিশুরা জানে তাদের পরিবার কি ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে তারা ‘ট্রমা’ বা মানসিক আঘাতের মধ্য থাকছে। তাদের মানসিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার সুযোগ আমাদের নেই।
অস্ট্রেলিয়া সরকারের কাছে ইউনিসেফ আবেদন করেছে খরা আক্রান্তদের জন্য আরও বেশি সহায়তার নিশ্চিয়তা চেয়ে।
সারাবাংলা/এনএইচ