Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আক্রমণ হলে’ ভারতকে ‘পাল্টা আক্রমণে’র হুমকি ইমরান খানের


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পুলওয়ামায় জঙ্গি হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে তিনি বলেন ,প্রমাণ ছাড়াই সব অভিযোগ করছে ভারত। এ সময় তিনি ‘ভারতের আক্রমণে’র পরিকল্পনাতে পাকিস্তানের পাল্টা আক্রমণের হুমকিও দেন ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযুক্ত করা হচ্ছে। যদি আপনারা প্রমাণ দিতে পারেন, তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর যদি আপনারা আমাদের আক্রমণ করার কথা ভাবেন, তবে এটা ভাববেন না যে আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিশোধ নেব।  আমরা সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে প্রস্তুত যেটা একটা আঞ্চলিক ইস্যু আমাদের এখানে। পাকিস্তান এই সন্ত্রাসবাদের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। তারপরেও আমরা কথা বলতে রাজি আছি।’

আরও পড়ুন: কাশ্মীরে আবারও ঝরল রক্ত, হামলায় আর্মি মেজরসহ নিহত ৬

হামলার এতদিন পরে ভারতের অভিযোগের উত্তর দেওয়া প্রসঙ্গে ইমরান খান বলেন ‘সৌদি আরবের যুবরাজ আমাদের দেশে  গুরুত্বপূর্ণ সফরে এসেছিলেন। আমরা সেখানে আমাদের বিনিয়োগ সম্পর্কের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলাম, যেটা আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ ছিল। এই সফর থেকে মনযোগ সরে যাওয়ার আশঙ্কায় আমি এই হামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি। এখন আমি ভারতীয় সরকারের অভিযোগের উত্তর দিচ্ছি। কারণ যুবরাজ চলে গেছেন।’

ইমরান খান ভারতের দিকে অভিযোগ করে বলেন, ‘আপনারা অতীতে পড়ে থাকতে চান, যখন আমরা একটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বিগত ১৫ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, যেখানে ৭০ হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে।  পাকিস্তান যখন দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন তখন এমন আক্রমণ থেকে কি উপকার পেতে পারি আমরা?’

আরও পড়ুন: পুলওয়ামার জঙ্গি হামলা, পিছিয়ে নেই ভারতের ক্রীড়ামহল

ভারতীয় সরকারকে সংলাপের আহ্বান জানিয়ে ইমরান খান আরও বলেন ‘ আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, এটা নতুন পাকিস্তান, যেখানে চিন্তাভাবনার ধরনও নতুন। আমরা সবাই জানি মানুষের হাতে যুদ্ধের শুরু হয়। কোথায় এটা আমাদের নিয়ে যাবেন তা শুধু সৃষ্টিকর্তাই জানেন। সংলাপের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হওয়া দরকার।’

এ সময় তিনি বারবার অভিযোগ করলে আলোচনার পথেও কখনো এগিয়ে যাওয়া যাবে না।

আরও পড়ুন: অবশেষে বলিউডে নিষিদ্ধ হলেন পাকিস্তানি শিল্পীরা

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মির পুলওয়ামায় এক জঙ্গি হামলায় ভারতের ৪৯ জন সেনা সদস্য নিহত হন। এরপর থেকেই ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় এই হামলাতে পাকিস্তানের জড়িত থাকার কথা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও বেশ কিছু বক্তব্যে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন। ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। পুরো ভারতেই এই হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা গেছে। ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ভারতের প্রচার মাধ্যমেও পাকিস্তানের সব খেলা ও খবর দেখানো নিষিদ্ধ করা হয়েছে।

সারাবাংলা/এসবি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর