Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালদা রক্ষায় অভিযান: ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: দেশে মিঠা পানির মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে গত দুইদিনে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

মা মাছ নিধন করে মিঠা পানির মাছের বংশ নির্মূল এবং প্রজনন ক্ষেত্র ধ্বংস করা রোধে এই অভিযান চালানো হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন মোহাম্মদ রুহুল আমীন।

ইউএনও বলেন, ‘সোমবার (১৮ ফেব্রুয়ারি) তিন হাজার মিটার এবং মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছি। নদী তীরবর্তী হালদা মুখ এবং বারিঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কারেন্ট জাল ফেলে মাছ শিকারিরা পালিয়ে যান।’

প্রতিবছর চৈত্রের শেষে অথবা বৈশাখে হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ। আহরণকারীরা সেই ডিম সংগ্রহ করে তা থেকে পোণা উৎপাদন করে বাজারজাত করেন। কিন্তু কারেন্ট জাল ব্যবহার নির্বিচারে মা মাছ নিধনের কারণে হালদা নদী প্রজননক্ষেত্র হিসেবে হুমকির মুখে পড়ছে।

মা মাছের প্রজনন ক্ষেত্র হালদাকে বাঁচাতে গত চার মাস ধরে ধারাবাহিকভাবে অভিযান চলছে বলে জানান ইউএনও। পরে জব্দ হওয়া এসব কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

কারেন্ট জাল জব্দের অভিযানে ইউএনও’র সঙ্গে উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদও ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএমএন

কারেন্ট জাল মিঠা পানির মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর