Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ যাত্রীর শরীর তল্লাশি করে মিলল ৩৬ লাখ টাকার স্বর্ণ


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় যাত্রীর কাছ থেকে ৩৬ লাখ টাকার স্বণর্বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

এই কর্মকর্তা জানান, সোমবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৪০ ফ্লাইটে আসা ছয়জন যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণবার ও চারটি স্বর্ণের চেইনসহ মোট ৭৩০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এই যাত্রীরা কোনও প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। এরা বিশেষ কায়দায় মানিব্যাগ, প্যান্ট ও হ্যান্ডব্যাগে লুকিয়ে এসব স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন।

সহিদুল ইসলাম আরও জানান, ফ্লাইটটি পৌঁছার পর ১০ নম্বর বেল্টে গোয়েন্দা দল নজর রাখছিলেন। নজরদারীর এক পর্যায়ে এই ছয় যাত্রীকে শনাক্ত করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে তারা গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় তাদের তল্লাশি করা হয়।

জব্দ হওয়া স্বর্ণের মোট মূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সারাবাংলা/এসজে/এসএমএন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণ জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর