Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ড ভ্যানে ৩০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ২


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি কাভার্ড ভ্যান থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা পাচারে জড়িত দুই জনকে আটক করা হয়। এরা হলেন, মোহাম্মদ শাহজালাল (২৬) ও মো. সাইফুল (২০)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোডে বিআইডব্লিউটিসি অফিসের সামনে কাভার্ড ভ্যানের তল্লাশি চালানো হলে ইয়াবা পাওয়া যায়।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম সারাবাংলাকে বলেন, কাভার্ড ভ্যানের ভেতরে কৌশলে ইয়াবাগুলো রাখা ছিল। কক্সবাজারের রামু থেকে চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছিল ইয়াবাগুলো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই গাড়িতে তল্লাশি চালাই।

তিনি জানান, শাহজালাল চালক এবং সাইফুল তার সহকারী বলে জানতে পেরেছি আমরা।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর