Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৩ জন


২০ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৬ উপজেলার ১৩ প্রার্থী। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন প্রত্যাহার করেন আবেদনকারী প্রার্থীরা।

জেলা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান পদে ৪১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮১ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই বাচাইয়ে বাদ পড়েছিলেন তিন পদের ৪০ প্রার্থী। আপিলে প্রার্থিতা ফিরে পান অনেক প্রার্থী।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন ইমন। জামালগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন এস এম মুরশেদ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন ৪ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বুরহান উদ্দিন দোলন, রেজাউল আলম নিক্কু, রুকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি আনছার উদ্দিন। তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী।

বিজ্ঞাপন

এদিকে, দোয়ারবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২ জন। তারা হলেন আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী ও শাহজাহান। ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওলাদ আলী রেজা, ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন রাবেয়া বেগম।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর