১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজবাড়ী: রাজবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে জেলা শহরের সজ্জনকান্দা টিএসসি সড়ক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজবাড়ী শহরের বিনোদপুর লোকসেড এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে শাকিল শেখ (২৪) ও তার স্ত্রী কাজলী আক্তার (২১)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক তানভীর হোসেন খাঁন সারাবাংলাকে বলেন, আটক শাকিল ও তার স্ত্রী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএসসি সড়ক এলাকার এনামুল হকের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলো। এর আগে তারা কয়েকবার গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য তিন লাখ টাকা।
আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ আরএ