Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা বিক্রেতার মৃত্যু, আহত দুই বিজিবি


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ইয়াবা কারবারিদের ‘বন্দুকযুদ্ধে’ মো. জাফর আলম (২৬) নামে এক রোহিঙ্গা ইয়াবা বিক্রেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও আহত হয়েছেন দুই বিজিবি সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও অস্ত্র।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফে এই ঘটনা ঘটে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগের দিন সন্ধ্যায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকায় জাফর আলমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ইয়াবা আর অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে বের হয়ে সুইচ গেইট এলাকায় পৌঁছালে ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

বিজিবিও পাল্টা ২০-২৫ রাউন্ড গুলি চালায়। পরে পাশের কেওড়া বাগান থেকে জাফর আলমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫০০ পিছ ইয়াবা ও একটি বন্দুক।

এ ঘটনায় ২ জন বিজিবির সদস্য আহত হয় বলে জানান এই ব্যাটেলিয়ন অধিনায়ক। আহত বিজিবি সদস্যদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত জাফর আলমের লাশ মর্গে রাখা হয়েছে। তিনি নয়াপাড়া মুছনী রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান এ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে।

সারাবাংলা/এনএইচ

ইয়াবা বিক্রেতা বন্দুকযুদ্ধ বিজিবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর