Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের আইভোরি ‘কুইন’কে ১৫ বছরের কারাদণ্ড


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪২

।। আন্তর্জাতিক ডেস্ক।।

আইভোরি কুইন নামে খ্যাত চীনের নারী ব্যবসায়ীকে ৩৫০ হাতির দাঁত পাচারের অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে তানজানিয়ার এক বিচারক। খবর আল জাজিরার।

আইভোরি কুইন ইয়াং ফেং গ্ল্যানের (৬৯) বিরুদ্ধে ২০১৫ সালের অক্টোবরে দুই তানজানিয়ান পুরুষের সঙ্গে মিলে ১ হাজার ৩০০ কোটি ডলা সমমূল্যের ৮৬০টি হাতির দাঁত এশিয়ায় পাচার করেছেন। কয়েক বছর ধরে তারা এসব পাচারকাজ চালিয়েছেন।

তানজানিয়ার কিসুতু কোর্ট ম্যাজিস্ট্র্যাট হুরুমা শাইদি মঙ্গলবার এক রায়ে অভিযুক্ত তিন ব্যক্তিকে আলাদা করে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন। অভিযুক্তরা প্রত্যেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন।

শাইদি তার রায়ে, অভিযুক্তদের প্রতারণা করা হাতির দাঁতের বর্তমান বাজার মূল্যের দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হবে অথবা আরও অতিরিক্ত দুই বছর কারাগারে কাটাতে হবে।

অন্যান্য দলিলপত্র অনুসারে, সরকারি আইনজীবীরা বলেন, ইয়াং ইচ্ছাকৃতভাবে এসব অপরাধ সংগঠন, ব্যবস্থাপনা ও অর্থায়ন করেছেন। এজন্য তারা পরিবহণ, রফতানি ও সরকারি সম্পত্তি বিক্রি করেছেন। সব মিলিয়ে এসব প্রতারণার অর্থ ১ হাজার ৮৮৯ টন।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর