।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের সঙ্গে যৌথ অংশীদারিত্বে কাজ করতে আগ্রহী নিউজিল্যান্ড। এই প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোয়ান্না কেমকার্স জানান, তারা বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের কারখানা প্রতিষ্ঠায়ও আগ্রহী। রোববার (২০ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে সাক্ষাতের সময় তিনি এই আগ্রহের কথা জানান।
এই সময় কৃষিমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের বন্ধুরাষ্ট্র নিউজিল্যান্ডের সঙ্গে ‘বাইল্যাটেরাল ট্রেড’ সম্পর্ক রয়েছে। ’’
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা ও যুদ্ধের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় খাদ্যমন্ত্রী নিউজিল্যান্ড সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের ফল খেয়ে প্রশংসা করেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার কৃষি খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।’ পাশাপাশি কৃষিতে শতভাগ যান্ত্রিকীকরণের লক্ষ্যে কৃষি য্ন্ত্রপাতিতে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ভতুর্কির কথা উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাত ও বাণিজ্যিকীকরণে বিনিয়োগের জন্য নিউজিল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানান।
সারাবাংলা/এমকেজে/এমএনএইচ