Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের নাগোয়ায় বাংলাদেশের অনারারি কনসাল নিয়োগ


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাপানের নাগোয়া শহরে বাংলাদেশের অনারারি কনসাল হিসাবে নিয়োগ পেয়েছেন মিতসুবিশি এয়ারক্রাফট করপোরেশনের সভাপতি হিসাকাজু মিজুতানি। নাগোয়া ক্যাসল হোটেলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়োগপ্রাপ্ত অনারারি কনসালের কাছে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বিজ্ঞাপন

টোকিও’র বাংলাদেশ মিশন থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে এবং নতুন কনসাল হিসাকাজু মিজুতানি সহযোগিতার নতুন দ্বার উম্মোচন করতে ফলপ্রসূ অবদান রাখবেন।

দুইদেশের সম্পর্ক শক্তিশালীকরণে কার্যকরী অবদান রাখার জন্য রাষ্ট্রদূত এই সময় সদ্য বিদায়ী অনারারি কনসাল হিদেও এগাওয়াকে ধন্যবাদ জানান।

বার্তায় বলা হয়, অনারারি কনসাল নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরাও, নাগোয়া শহরের মেয়র তাকাশি কাওয়ামুরা, নাগোয়ার অন্যান্য দেশের অনারারি কনসালরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা এ সময় জাপান– বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর দৃঢ় করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেওয়ায় হিসাকাজু মিজুতানি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা সম্পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন।

সারাবাংলা/জেআইএল/একে

অনারারি কনসাল. জাপান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর