ভাষা আন্দোলন বাঙালির প্রাণের শেকড়: হাছিনা গাজী
২০ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বাঙালির ভাষা আন্দোলন পৃথিবীর বাংলা ভাষা প্রেমীদের প্রাণের শেকড়। এই ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা অর্জনের নানান বাকে প্রেরণা যুগিয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র ভাষা শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে: হাছিনা গাজী
মেয়র হাছিনা গাজী বলেন, মানুষের আবেগ-অনুভূতি সব কিছুই ব্যক্ত হয় মাতৃভাষায়। বাংলা আমাদের মাতৃভাষা, গর্বের ভাষা। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলেও এ ভাষার গুরুত্ব অপরিসীম। আমাদের স্বাধীন দেশ আছে, আছে অতিসমৃদ্ধ এক ভাষা। তবে এ ভাষার জন্য অনেক রক্ত ঝরাতে হয়েছে। একুশের চেতনা বাঙালি জাতির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মেয়র বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে আমাদের মাতৃভাষাকে সমুন্নত করেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলা ভাষার ব্যবহার বাড়ছে, বিশ্বময় বাংলা ভাষা ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগের সাফল্য আকাশ ছোঁয়া: হাছিনা গাজী
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, নিপীড়ন-শোষণমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সুখী-সমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজিবসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ