চকবাজারে উদ্ধার অভিযান শেষ, ডিএসসিসির হটলাইন ৯৫৫৬০১৪
২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চকবাজার থেকে: পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তবে ওয়াহিদ ম্যানসনসহ আশপাশের এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনটি টিম রাখা হচ্ছে। এছাড়া, ভয়াবহ এ দুর্ঘটনার হতাহতদের তথ্য জানার জন্য হটলাইন নম্বর ৯৫৫৬০১৪ চালু করেছে ডিএসসিসি।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চকবাজারে এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেন।
এসময় মেয়র সাঈদ খোকন বলেন, এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের ডিএসসিসি’র জুরাইন কবরস্থানে দাফন করা যাবে। যারা হতাহত হয়েছে, তাদের সবার তালিকা করে ক্ষতিপূরণও দেওয়া হবে।
হটলাইন খোলার তথ্য জানিয়ে মেয়র বলেন, হতাহতদের তথ্য জানানোর জন্য ডিএসসিসির পক্ষ থেকে একটি হটলাইন খোলা হয়েছে। স্বজনদের হটলাইন ৯৫৫৬০১৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, উদ্ধার অভিযান শেষ হলেও ঘটনাস্থলে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের তিনটি টিম রাখা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, তিনটি টিম এখানে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। কোনোভাবে যেন আগুন আবার না লাগে বা ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে লক্ষ্য রাখা হবে।
চকবাজারের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। বলা হয়, ফায়ার সার্ভিসের উপপরিচালককে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করলে প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কেমিক্যাল গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ার প্রসঙ্গ টেনে মেয়র বলেন, আমরা সোমবার থেকেই পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সব ধরনের কেমিক্যাল গোডাউন উচ্ছেদের জন্য অভিযান শুরু করেছি। এর মধ্যেই এই ঘটনা ঘটলো। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখান থেকে কোনোভাবেই কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে।
২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে এমনই এক কেমিক্যাল কারখানায় আগুন লাগলে শতাধিক ব্যক্তি প্রাণ হারান। ওই সময় বলা হয়েছিল— পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কারখানা বা গোডাউন থাকবে না, এসব গোডাউন ও কারখানা উচ্ছেদে অভিযান চলবে। এ অভিযান কতদিন চলবে— জানতে চাইলে মেয়র বলেন, আমরা অভিযান শুরু করেছি, অভিযান চলবে।
দুর্ঘটনা রোধ করতে মেয়র হিসেবে ব্যর্থ কি না— জানতে চাইলে সাঈদ খোকন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর থেকেই আমি এখানে উপস্থিত ছিলাম। সব ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করেছি। আর ব্যর্থতা-সফলতা জনগণ দেখবে, জনগণ মূল্যায়ন করবে।
মেয়র জানান, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৪১ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, সেখানকার মর্গে এখন মোট ৮১টি লাশ রয়েছে।
সারাবাংলা/জিএস/এজেডকে/টিআর
উদ্ধার অভিযান চকবাজারে আগুন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন সাঈদ খোকন