২০১৮ সালে বিদ্বেষমূলক হামলা রেকর্ড ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে
২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক হার রেকর্ড ছাড়িয়েছে। সাউদার্ন পভার্টি ল সেন্টারের (এসপিএলসি) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুক্তরাজ্যে বিদ্বেষমূলক হামলার সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থান, বক্তব্য ও নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে সক্রিয় বিদ্বেষমূলক দলের সংখ্যা ছিল ১০০টিতে পৌঁছেছে। ২০১৭ সালের চেয়ে এই হার বৃদ্ধি পেয়েছে সাত শতাংশ। তখন এই সংখ্যা ছিল ৯৫৪ টি।
উল্লেখ্য, এসপিএলসি ১৯৭১ সাল থেকে বিদ্বেষমূলক ঘটনার হিসেব রেখে আসছে।
বিদ্বেষীরা ট্রাম্পের মুখে অভিবাসীদের অনুপ্রেবশক, মুসলিম নিষেধাজ্ঞা, আফ্রিকান জাতীয়দের ওপর হামলা ও আমেরিকান ভূতাত্ত্বিক পরিবর্তন নিয়ে বলা কথায় অনুপ্রাণিত হয়েছেন।
বুধবার প্রকাশিত এসপিএলসির প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে অন্তত ৪০ ব্যক্তি বিদ্বেষমূলক হামলার শিকার হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বিদ্বেষকারীর সংখ্যা ছিল ২০১১ সালে। বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময়। তিনিই ছিলেন মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এসপিএলসি অনুসারে, তখন বিদ্বেষমূলক দলের সংখ্যা ছিল ১০১৮ টি।
সারাবাংলা/ আরএ