Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলার ইতিহাস বিকৃত করতে এখনো একটি মহল তৎপর: গোলাম দস্তগীর গাজী


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘এখনো বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্যে একটি মহল তৎপর রয়েছে। যারা বায়ান্ন দেখেনি, একাত্তর দেখেনি, তাদেরকে ১৯৫২, ১৯৭১ এর ইতিহাস জানানো আমাদের কর্তব্য।’

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্প‌তিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের বীরপ্রতীক গাজী অডি‌টো‌রিয়া‌মে রূপগঞ্জ সা‌হিত্য প‌রিষদের উদ্যোগে ও রূপগঞ্জ প্রেসক্লাবের সা‌র্বিক ব্যবস্থাপনায় ক‌বিতা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে এ দেশ গড়তে হবে জা‌নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘আজ দেখেন চারদিকে উন্নয়ন আর উন্নয়ন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

মন্ত্রী আরো বলেন, ‘পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছে বলেই আমরা বাংলা ভাষা পেয়েছি। আর সেই ভাষা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাঙালি কখনো মাথা নত করে না এবং কখনো করবে না। এই চেতনায় বাঙালি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

বায়ান্ন’র বাংলা ভাষা থেকেই একাত্তরে বাংলাদেশ পেয়েছি: পাটমন্ত্রী

নতুন প্রজন্মকে বাঙালির সংস্কৃতি ও ভাষাচর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাতৃভাষাই আমাদের শেকড়মুখী করতে পারে। তবে মাতৃভাষার পাশাপশি অন্যান্য ভাষার প্রতি আগ্রহ থাকতে হবে। বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহিদরা মিশে আছে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ সা‌হিত্য প‌রিষদের সভাপ‌তি আলহাজ্ব আলম হোসেনের সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক ক‌বি মোহাম্মদ সে‌লিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বি‌শেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা প‌রিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃ‌তি সংস্থার সভাপ‌তি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়াসহ অন্যরা।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর