Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজের দাবি স্বজনদের


১৯ জানুয়ারি ২০১৮ ১৭:১৭

স্টাফ করেসপন্ডেন্ট

শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে খুঁজে পাচ্ছেন না তার পরিবারের সদস্যরা।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে শেষ বার জানা যায় তিনি বনানী থেকে সচিবালয়ে ফিরছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্বজনদের দাবি।

এ ঘটনায় নাসির উদ্দিনের ভায়রা নাঈম আহমেদ জুলহাস গত ১৮ জানুয়ারি রাতেই বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)  করেছেন। যার নম্বর-১২১৮।

নাঈম বলেন, ‘ আমার ভায়রা মো. নাসির উদ্দিন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব। একই সঙ্গে তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি লিমিটিডের যুগ্ন-সম্পাদক। এ ছাড়া তিনি লেক সিটি কনকর্ডের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামেলি  ক্লাবের সহ-সভাপতি।’

তিনি আরও বলেন, ‘শেষবার বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্ত্রীর সঙ্গে কথা হয় নাসিরের। সে সময় মুঠোফোনে নাসির জানায় সে বনানী থেকে সচিবালয় নিজ অফিসে যাচ্ছে। একই সময় অফিসেও সে ঠিক একই কথা জানায়। এরপর বিকেল থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।’

এ ব্যাপারে বনানী থানার এসআই রিপন বলেন, ‘নিখোঁজ দাবি করে জুলহাস নামে একজন জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

সারাবাংলা/এনএস/ইউজে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর