Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো কেমিকেল গোডাউন ছিল না: শিল্পমন্ত্রী


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর চকবাজারে আগুনে দুর্ঘটনার বিষয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, আজকের যে ঘটনা এটা সম্পূর্ণ ভিন্ন ঘটনা। এটা কিন্তু কেমিকেল সম্পর্কিত কিছুই না। আমি সরেজমিনে দেখে এসেছি প্রত্যেকটি জায়গাতে। এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখানে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়েছে।’

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট পরিদর্শনে গিয়ে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কেমিকেল আর এটা কিন্তু একভাবে দেখবেন না। এটা দুর্ঘটনা। আমরা মর্মাহত। এবং সরকার দুঃখিত। আমরা এজন্য আসছি বার্ন ইউনিটের আসলাম, মর্গে আছে অনেকে সবাইকে দেখলাম। আমরা তো বলেছি যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সরকার সবসময় পাশে থাকবে।কিন্তু আমার শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড কি না আমি সেটা খুঁজে দেখব। এটাকে দেখেছি আমি যেটা আমাদের সরকারের সঙ্গে সম্পৃক্ত অবশ্যই।’

মন্ত্রী বলেন, ‘আমরা অত্যন্ত মর্মাহত। নিমতলির ঘটনা পরে স্বাভাবিকভাবে আমরা বসে থাকিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি কমিটি হয়েছে ইতিমধ্যেই। বাজেট ইতিমধ্যে অনুমোদন হয়েছে । আপনারা জানেন খুব ভালো করেই।’

চকবাজারের দুর্ঘটনাস্থল বিষয়ে তিনি বলেন, ‘প্লাস্টিকের তেমন কিছু ছিল না। প্লাস্টিকের জন্যেও আমরা এরইমধ্যে একটা শিল্পনগরী গড়ে দিয়েছি। আমরা প্রক্রিয়া শেষ এখানে আমরা প্লট ও বরাদ্ধ করছি সেখানে। এখানে যেটা ছিল, তাৎক্ষণিকভাবে তা খুব দুঃখজনক ঘটনা। অনেকগুলো সিলিন্ডার একসঙ্গে ছিল। একটার পর আরেকটা হয়ে গেছে। আমি বাহনটাকে দেখে এসেছি নিজেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটা মোকাবিলা করছি।’

বিজ্ঞাপন

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ১২ জনের তদন্ত কমিটি করেছি। আগুন কীভাবে, কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হবে। আমি নিজেও চোখে দেখে আসলাম। কাজেই আপনারা খুব দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। তদন্ত থেমে থাকবে না, তদন্ত হবে।’

গ্যাস সিলিন্ডার খুব সেনসিটিভ বিষয়। এখানে কেন নিচে হোটেল উপরে মানুষ থাকবে? এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘কারা এটির অনুমতি দিচ্ছে আমরা খতিয়ে দেখছি।’

আবাসিক এলাকা ও বাণিজ্যিক এলাকা। আবাসিক এলাকাতে গুদাম থাকে কীভাবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরাই তো আমাদের আইন মানি না। সরকার তো আলাদা কিছু না। এই যে আমরা নদী যেখানে আমরা দখল মুক্ত করছি। কেমিকেল গোডাউন সরানোর বিষয়ে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে নিতে হবে। আমরা তো উচ্ছেদ করতে পারি না। আমরা তো দখলদার না। কাজেই এদের অর্থনৈতিক কর্মকাণ্ডও তো ঠিক রাখতে হবে।’

সারাবাংলা/এআই/এসবি/একে

অগ্নিকাণ্ড চকবাজার শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর