Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ডিএসসিসির কমিটি


২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ১১ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়। সিটি করপোরেশনের যুগ্ম-সচিব মো. মোস্তফা কামাল মজুমদার এই আদেশে স্বাক্ষর করেন।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

আগামী সাত কার্যদিবসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন লাল রং দিয়ে চিহ্নিককরণ ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানসনে বুধবার রাতে আগুন লাগে। এরপর আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৯ জনকে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/একে

৩ বন্ধু বেঁচে ফিরেছে, একজন লাশ, এখনও নিখোঁজ রোহান
লাশ বেড়ে ৮১, ঠাঁই হচ্ছে না ঢামেক মর্গে!
‘শিশুটিকে কোলে রেখেই পুড়ে গেলেন মা’
‘সব বডি পুড়ে কয়লা, ভাইয়ের লাশটাই খুঁজে পাচ্ছি না’
সব পুড়ে ছাই, শুধু পড়ে ছিল ৪টি খুলি
মর্গ উপচে লাশের সারি বারান্দায়, ব্যাগের ছাইয়ে প্রিয়জনের খোঁজ

চকবাজার ঝুঁকিপূর্ণ ভবন ডিএসসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর