Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনার বিরুদ্ধে খালেদার মামলা, হুমকি দিয়ে ভুলে গেছে বিএনপি


১৯ জানুয়ারি ২০১৮ ১৭:০০

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ত্রিশ দিনের মধ্যে উকিল নোটিশের জবাব না দিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিল বিএনপি। বেঁধে দেওয়া সময় পার হয়েছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)। কিন্তু মামলা হয়নি। সংশ্লিষ্ট একজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার বিষয়টি ভুলে গিয়েছিলেন তারা। তবে এই প্রতিবেদকের সঙ্গে কথা হওয়ার পর বললেন, হাইকমান্ডের কাছ থেকে কোনো নির্দেশ না আসায় মামলার বিষয়ে কিছু বলতে পারছেন না।

বিজ্ঞাপন

গত ৭ ডিসেম্বর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন ‘সৌদি আরব ও কাতারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিপুল পরিমাণ সম্পদ রয়েছে।’

বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ওই বক্তব্যে ক্ষুব্ধ হন খালেদা জিয়া। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন সাবেক এই প্রধানমন্ত্রী। আইনি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় উকিল নোটিশও পাঠান খালেদা জিয়া।

ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দিয়ে পাঠানো ওই উকিল নোটিশে বলা হয়, ‘খালেদা জিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে আপনার এই অপবাদমূলক দীর্ঘ বিবৃতি পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য। এই মানহানিকর বিবৃতির কারণে অপূরণীয় লোকসান ও ক্ষতি হয়েছে— যার জন্য আইনত আপনি দায়ী।’

উক্ত আইনি নোটিশের মাধ্যমে ৩০ দিনের মধ্যে খালেদা জিয়ার কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

‘অন্যথায় আপনার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ের নিমিত্তে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ওপর নির্দেশ রয়েছে,’ বলা হয় উকিল নোটিশে।

উকিল নোটিশ পাঠানোর পরের দিন নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৩০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে।’

বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)। এদিন খালেদা জিয়ার আইনজীবী ও দায়িত্বশীল কয়েকজন নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সরাসরি না বললেও তাদের কথা-বার্তায় পরিষ্কার— প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার যে হুমকি তারা দিয়েছিলেন, তা ভুলে গেছেন।

মামলার প্রসঙ্গ তুলতেই বিএনপির এক দায়িত্বশীল নেতার পাল্টা প্রশ্ন, ‘বেঁধে দেওয়া সময় কি শেষ হয়ে গেছে? আমরা তো এখনো জবাব পাইনি!’ অর্থাৎ বেধে দেওয়া সময় যে পার হয়ে গেছে, সেটা বুঝতেই পারেননি বিএনপির ওই নেতা।

মামলা প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সারাবাংলাকে বলেন, ‘বেঁধে দেওয়া সময় কেবল শেষ হলো। ম্যাডাম (খালেদা জিয়া) এখনো কোনো ইনস্ট্রাকশন দেননি। ম্যাডামের ইনস্ট্রাকশন অনুযায়ী পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্রমতে, বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে সৌদি আরব ও কাতারে খালেদা জিয়া ও তার পরিবারের সম্পদ থাকা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে ‘অস্তিত্ব’ সংকটে পড়ে বিএনপি। তাই ‘কিছু একটা’ করে অস্তিত্ব রক্ষার চেষ্টা করে দলটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাবাংলাকে বলেন, ‘এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। তারা আমাদের অস্তিত্বে আঘাত করেছে। আমরা বাধ্য হয়েছি উকিল নোটিশ পাঠাতে।’

মামলার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই সারাবাংলাকে বলেছিলেন, দলীয় ফোরামের আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এজেড/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর