Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্ধুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু, অস্ত্র-হেরোইন উদ্ধার


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একশ গ্রাম ১০০ হেরোইন ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোমিও মেডিকেল কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জেলা গায়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মাদক কেনাবেচা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি চালায়। ডিবি পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ কামাল আকন্দ জানান, ডিবি পুলিশের আহত দুই সদস্যকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ সাতটিরও বেশি মামলা রয়েছে।

সারাবাংলা/টিআর

অস্ত্র উদ্ধার বন্দুকযুদ্ধ মাদক উদ্ধার মাদক বিক্রেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর